New Update
/anm-bengali/media/media_files/jP8D14prDP5JFw6Xe0rC.jpg)
নিজস্ব সংবাদদাতা: লোকেশ রাহুলের (KL Rahul) পাশাপাশি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) আরও একজন ভারতীয় ক্রিকেটার চোটের কবলে পড়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের আগে কাঁধে চোট পেয়েছেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। তার কাঁধের পরিস্থিতি খুব একটা ভালো নয় বলে আশঙ্কা করা হচ্ছে। এবারের মতো আইপিএলেও আর হয়তো তিনি খেলতে পারবেন না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us