New Update
/anm-bengali/media/media_files/PGkIF1rUic71ohObt5bn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম একাদশে ভারত ৬ জন ব্যাটসম্যান, ২ জন অলরাউন্ডার এবং ৩ জন ফাস্ট বোলার খেলাচ্ছে। রোহিত শর্মা ও শুভমন গিল দলের হয়ে ইনিংস শুরু করবেন। তৃতীয় স্থানে থাকবেন চেতেশ্বর পূজারা। এরপর মিডল অর্ডারে রয়েছেন বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে। উইকেটরক্ষক হিসাবে অন্তর্ভুক্ত কেএস ভরত সাত নম্বরে নামবেন। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। ফাস্ট বোলারদের মধ্যে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব। এই ম্যাচে সুযোগ পেলেন না ঈশান কিষান এবং রবিচন্দ্রন অশ্বিন।
🚨 A look at #TeamIndia's Playing XI 🔽
— BCCI (@BCCI) June 7, 2023
Follow the match ▶️ https://t.co/0nYl21pwaw#WTC23pic.twitter.com/hwieFxazre
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us