New Update
/anm-bengali/media/media_files/57RWKYDzV44LjcS4gBah.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: অপেক্ষা আর মাত্র কয়েকদিনের । ২২ মার্চ থেকে শুরু অষ্টাদশ । পয়লা ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । এদিন সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হল ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের মূল্য নিয়েও ।
আইপিএলের তরফ থেকে জানানো হয়নি টিকিটের দাম। সরকারিভাবে এখনও টিকিটের দাম ঘোষণা হয়নি । সূত্রের খবর, ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়তে চলেছে । ক্রিকেটের নন্দনকাননে শেষবার নূন্যতম টিকিটের মূল্য ছিল ৭৫০ টাকা । এবার সেটা ৯০০ টাকা হচ্ছে বলে খবর । সর্বোচ্চ দাম তিন হাজার টাকা ।
/anm-bengali/media/media_files/RdUlrp20w6J45CqtyjMG.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us