New Update
/anm-bengali/media/media_files/2025/05/17/nBKv6FgqMqQiibw4Cg3s.jpg)
নিজস্ব সংবাদদাতা : আইপিএল ২০২৫-এ আজকের ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে। ফলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।
/anm-bengali/media/media_files/57RWKYDzV44LjcS4gBah.jpg)
স্টেডিয়ামে ইতিমধ্যেই ঢেকে দেওয়া হয়েছে পিচ। বৃষ্টি থামলে মাঠ পরীক্ষা করে টস ও খেলার সময় সম্পর্কে সিদ্ধান্ত নেবে আম্পায়াররা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন শুরু হবে আজকের হাইভোল্টেজ ম্যাচ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us