New Update
/anm-bengali/media/media_files/6be2xFzEoKR66pKZm2ud.png)
লখনউ বনাম চেন্নাই
নিজস্ব সংবাদদাতা: পাল্টে গেলো আইপিএলের (IPL 2023) সূচি। ৪ মে রয়েছে লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Lucknow Municipal Corporation) নির্বাচন। তাই একানা স্টেডিয়ামে (Ekana Stadium) লখনউ বনাম চেন্নাইয়ের (LSG vs CSK) আইপিএল ম্যাচটি নির্ধারিত দিনে হবে না। দিন এগিয়ে এনে ৩ মে করা হলো। হোম ম্যাচটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium)। ম্যাচটি খেলা হবে ৩ মে বিকেল ৩.৩০টে থেকে। সন্ধ্যায় পূর্ব নির্ধারিত সূচি মেনে খেলা হবে পঞ্জাব এবং মুম্বাইয়ের (PK vs Mi) মধ্যে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us