আইপিএল ফাইনাল: আরও চাপের মুখে পাঞ্জাব! শেষ ৩ ওভারে দরকার ৪৭ রান

আরও চাপের মুখে পাঞ্জাব।

author-image
Aniket
New Update
File

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১৭ ওভারে ১৪৪ রান তুলে নিয়েছে পাঞ্জাব। সামনে মাত্র ১৮ বল, আর লাগবে ৪৭ রান। আরসিবির শক্তিশালী বোলিং আক্রমণের মুখে এই কঠিন লক্ষ্য কি ছুঁতে পারবে পাঞ্জাব? শেষ মুহূর্তের নাটকীয়তা, হাতের মুঠোয় থাকা ম্যাচ—সব মিলিয়ে জমে উঠেছে আইপিএল ফাইনাল! উত্তেজনার চূড়ায় পৌঁছেছে খেলা।

d

ব্যাট হাতে থাকা দুই সেট ব্যাটসম্যান কি পারবে ম্যাচের হাল ধরে রাখতে? নাকি আরসিবির পেস আক্রমণ ছিনিয়ে নেবে শিরোপার স্বপ্ন? শেষ ৩ ওভার, ৪৭ রান—এই উত্তেজনার শেষ কোথায়?