IPL : পরিসংখ্যান প্রায় সমানে সামনে, CSK দরবারে নিজামের শহরের দল

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK)। সিএসকে গুজরাট টাইটান্সের (GT) কাছে ৫ উইকেটে পরাজিত হলেও লখনউ সুপার জায়ান্টসকে (LSG) ১২ রানে পরাজিত করে।

author-image
Pritam Santra
New Update
IPLCSK

নিজস্ব সংবাদদাতা: এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK)। সিএসকে গুজরাট টাইটান্সের (GT) কাছে ৫ উইকেটে পরাজিত হলেও লখনউ সুপার জায়ান্টসকে (LSG) ১২ রানে পরাজিত করে। চারবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়নরা মুম্বাই ইন্ডিয়ান্সকে (MI) সাত উইকেটে পরাজিত করে এবং রাজস্থান রয়্যালসের (RR) কাছে তিন রানে পরাজিত হয়। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ৮ রানে হারিয়েছিল তারা। এসআরএইচ তাদের প্রথম ২ টি ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৭২ রানে এবং লখনউ সুপার জায়ান্টসের কাছে পাঁচ উইকেটে হেরেছিল। পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে এবং কলকাতা নাইট রাইডার্সকে ২৩ রানে হারিয়ে জয় পেলেও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১৪ রানে হেরে যায় তারা।