New Update
/anm-bengali/media/media_files/6be2xFzEoKR66pKZm2ud.png)
নিজস্ব সংবাদদাতাঃ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) প্রথম চারে থাকার লড়াই এখন তীব্রতর হচ্ছে। চেন্নাই সুপার কিংস (CSK) বনাম পাঞ্জাব কিংসের (PK) মধ্যেকার টি২০ ম্যাচটি হবে রবিবার। বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে খেলা। ফলত ডিউ ফ্যাক্টর এই ম্যাচে সে অর্থে প্রভাব ফেলতে পারবে না। যার ফলে টস জিতে অধিনায়করা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারেন। ম্যাচ শুরু হওয়ার পর মিডল অর্ডারগুলোতে গুরু দায়িত্ব পেতে পারেন প্রথম বল করার দলের স্পিনাররা। পাঞ্জাব কিংসের হয়ে এই ম্যাচে গুরু দায়িত্ব পালন করতে হবে শিখর ধাওয়ানকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us