/anm-bengali/media/media_files/xSr8fb967Ec8hwXtOdOe.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : চিনে চলতি এশিয়ান গেমসে ভারতের সোনালী অধ্যায়ের নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা? এবারে এশিয়াডে জাপানের বিরুদ্ধে ফাইনালে নামে ভারত।আর এই ম্যাচে বিপক্ষকে একেবারেই তোয়াক্কা করেনি হরমনপ্রীত সিংরা। বিপক্ষ দলকে কার্যত চাপে রেখে ৫-১ ব্যবধানে হারিয়ে দেয়। সেই সঙ্গে হকিতে সোনা জয় করে ভারত। দেশে ফিরে হকি খেলোয়াড় অমিত রোহিদাস বলেছেন, ''খুব ভাল লাগছে, যেহেতু আমরা এই (এশিয়ান গেমস) টুর্নামেন্টে সোনা জিতে প্যারিস অলিম্পিকের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছি। হকিতে এটি একটি বড় অর্জন। খুব ভাল লাগছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেকোনো বড় টুর্নামেন্টের আগে আমাদের সঙ্গে কথা বলেন এবং ফিরে আসার পর আমাদের সঙ্গে দেখা করেন। এটি আমাদের ভালো খেলার জন্য একটি বিশাল অনুপ্রেরণা দেয়।"
#WATCH | Delhi: Hockey player Amit Rohidas says, "We feel very good, as we directly qualified for the Paris Olympics after winning the gold in this (Asian Games) tournament. It is a big achievement in hockey... We feel very good as PM Modi talks to us before any big tournament… pic.twitter.com/yM6nrTq1Dh
— ANI (@ANI) October 10, 2023
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us