নিজস্ব সংবাদদাতা : আজ দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। চরম উত্তেজনায় ভরপুর এই ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর এই বিষয়কে কেন্দ্র করেই আজ সকাল থেকে চরম উত্তেজনার ছবি লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের মধ্যে। সূত্রের খবর আজ ভারতীয় টিমে কোনওরকম কোনও পরিবর্তন হচ্ছে না।
/anm-bengali/media/media_files/2025/03/09/kknH2flqnEY5NDirWJJr.png)
অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচের জয়ী টিম নিয়েই মাঠে নামতে চলেছে ভারত। তাহলে ম্যাচের শেষে জয়ের হাসি কে হাসবে ? জানা যাবে আজকের ম্যাচের পরেই।