New Update
/anm-bengali/media/media_files/YVXzvOJOSHUVY2wV4iEk.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বয়স কেবলমাত্র একটি সংখ্যা। মনের অদম্য জেদই যেকোনও জয়ের আসল মন্ত্র। এই কথা বহুবারই কৃতিত্বের জোরে বুঝিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা, বলা ভালো জয়ীরা। এবার সেই বয়সকে দূরে সরিয়ে সোনার দৌড়ে যুক্ত হচ্ছেন ভারতীয় স্কোয়াশ তারকা জ্যোৎস্না চিনাপ্পা।
এর আগে এশিয়ান গেমসে ২টি রূপো ও ২টি ব্রোঞ্জ পেয়েছেন এই প্লেয়ার। এশিয়াড থেকে সোনা এখনও অধরা জ্যোৎস্নার। সেই সোনার পদকের দৌড়েই এবার নাম লেখাতে চান তিনি। এবছর সোনা জয় করতেই ময়দানে নামতে চলেছেন তিনি। ৩৭ বছর বয়সী জ্যোৎস্নার এখন এটাই স্বপ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us