মাত্র ১৯ বছরে দাবা অঙ্গনে ২০২৫ FIDE মহিলা বিশ্বকাপ জয় ভারতীয় কন্যার

১৯ বছরের ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ জয় করলেন ২০২৫ FIDE মহিলা বিশ্বকাপ।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ভারতের গর্ব! মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাস গড়লেন ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ। তিনি জয় করলেন ২০২৫ সালের FIDE মহিলা বিশ্বকাপ, যা বিশ্ব দাবা অঙ্গনে এক বিরল কৃতিত্ব।

চূড়ান্ত ম্যাচে দিব্যা তাঁর প্রতিপক্ষকে কৌশলী খেলায় হারিয়ে দেন এবং আত্মবিশ্বাস ও দৃঢ় মানসিকতায় বিশ্ব দরবারে নিজের আধিপত্য প্রমাণ করেন। প্রতিযোগিতার শুরু থেকেই তিনি ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছান।

এই জয়ে দিব্যা হয়ে উঠলেন ভারতের সবচেয়ে কমবয়সী মহিলা দাবা বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তাঁর এই সাফল্যে গোটা দেশের ক্রীড়াজগতে উচ্ছ্বাসের জোয়ার উঠেছে।