১৩ বছর পর, বিশাক চমক ভারতের

মায়ানমারের বিরুদ্ধে ড্র করে শেষ ষোলোয় সুনীল ছেত্রীরা।

New Update
dwo3ptv9guiqrkj1hfmc (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সামনে এবার সৌদি আরব। এশিয়ান গেমসে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল ভারতীয় ফুটবল দল। মায়ানমারের বিরুদ্ধে ড্র করেও শেষ ষোলোয় পৌঁছে গেলেন সূনীল ছেত্রীরা। এবার লড়াই সৌদি আরবের বিরুদ্ধে।

মায়ানমারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হল ভারতকে। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক সুনীল ছেত্রীই। বক্সের মধ্যে রহিমকে ফেলে দেন মায়ানমারের আউং। তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। সঙ্গে পেনাল্টিও।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করার সুযোগ পেয়েছিল ভারত। সামনে তখন শুধু গোলকিপার। মায়ানমারের বক্সে ঢুকে পড়েছিলেন গুরকিরত। কিন্তু গোল হয়নি। ২ মিনিট পর রহিমের বাঁকানো শট বাঁচিয়ে মায়ানমারের গোলকিপার। ৬০ মিনিটের মাথায় ভারতকে গোল খাওয়া শট বাঁচান ধীরজ সিং। কিন্তু শেষরক্ষা হয়নি। ম্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরায় মায়ানমার। গোল করেন পরিবর্তে হিসাবে নামা কিয়াও হিতোয়ে।