নিজস্ব সংবাদদাতা: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নেই। বিসিসিআই আইসিসিকে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করতে বলবে। এমনটাই জানিয়েছে বিসিসিআইকে।
/anm-bengali/media/post_attachments/94c2ba40369cc95478224ae3d51259000b9082d3ec153a9e4daa5c6a74900c89.jpg)
ভারত ২০১২-১৩ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তান সফর করেনি। সাম্প্রতিক বছরগুলোতে নিরপেক্ষ ভিত্তিতে শুধুমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপে দুই দেশ সংঘর্ষে লিপ্ত হয়েছে।