New Update
/anm-bengali/media/media_files/vS1nI3Hn9N4PXgHM1FWY.png)
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় জুনিয়র পুরুষ হকি দল জুনিয়র এশিয়া কাপ ২০২৩-এর রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে জয় পেয়েছে। ফলে এশিয়া কাপ ২০২৩-এর শিরোপা এসেছে ভারতের কাছে। ভারতের বিপক্ষে হার হয়েছে পাকিস্তানের। ম্যাচে ভারত ২ টি গোল করেছে। পাকিস্তান করেছে ১ টি গোল। ভারতের হয়ে ২ টি গোল করেছেন অঙ্গদ বীর সিং এবং অরাইজিৎ সিং হুন্দাল। গোলরক্ষক শশিকুমার মোহিতর অসামান্য খেলা ভারতকে এগিয়ে রেখেছে সর্বক্ষণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us