জয় দিয়েই খেলা শুরু করলো ভারত ! দেখে নিন টসের ফলাফল

কে জিতলো আজকের টস ?

author-image
Debjit Biswas
New Update
asia cup final

নিজস্ব সংবাদদাতা : এশিয়া কাপ ২০২৫ ফাইনাল (Asia Cup 2025 Final) ম্যাচে টস জিতে প্রথমে বোলিং (Bowling) করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সূর্যকুমার যাদব তাঁর সিদ্ধান্তের কারণ হিসেবে বলেছেন যে,''উইকেট ভালো আছে এবং রাতের বেলা দ্বিতীয়ার্ধে শিশিরের কারণে এই পিচ ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে উঠতে পারে।'' মূলত আজকের ম্যাচে তিনি রান তাড়া করতে চেয়েছেন।

surya kumar a