New Update
/anm-bengali/media/media_files/bfmFc3j6sbFjJx1Lx3CF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তিরন্দাজি (Archery) বিশ্বকাপে (World Cup) সোনা (Gold) জিতল ভারত (India)। জুটিতে সোনার পদক জিতল টিম ইন্ডিয়া। ভারতের এই গৌরবের কৃতিত্ব জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ওজাস দেওতালের। ওজাস এই প্রথম জুটিতে অভিষেক করেছিলেন। শনিবার চাইনিজ তাইপেকে ১৫৯-১৫৪ ব্যবধানে পরাজিত করে কম্পাউন্ড মিক্সড টিম বিশ্বকাপে স্বর্ণ জিতেছে ভারত। মিক্সড কম্পাউন্ড ইভেন্টে এটি ভারতের দ্বিতীয় বিশ্বকাপ স্বর্ণপদক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us