New Update
/anm-bengali/media/media_files/E6IMo7ScAC63f7XQ37DT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (New Zealand) বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। ১৫৬৬ দিন আগে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মার্টিন গাপটিলের রান আউটের প্রতিশোধ নিতে চাইবে ভারত বলে মনে করা হচ্ছে। দুই দলই চারটি করে ম্যাচ খেলে অপরাজিত, আজ একটি দলের অপরাজিত দৌড় শেষ হতে বাধ্য। এদিকে চোট পাওয়ার কারণে হার্দিক পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদব এবং শার্দুল ঠাকুরের জায়গায় মহম্মদ শামি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামলেন।
ICC World Cup | India win the toss and opt to bowl first against New Zealand at Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala.#INDvsNZpic.twitter.com/ROzaHPF30J
— ANI (@ANI) October 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us