ভিসা বঞ্চনা! 'মাথা নত করবে না ভারত', সাফ কথা অনুরাগের

এশিয়ান গেমসে অংশ নিতে পরেননি এদেশের উশু প্লেয়াররা। চিনের ভিসা প্রত্যাখ্যান নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। কী বলছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী?

author-image
Pallabi Sanyal
New Update
ass

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : অরুণাচল প্রদেশের তিন উশু খেলোয়াড়ের ভিসা প্রত্যাখ্যান নিয়ে ভারত-চিনের সম্পর্কে দেখা দিয়েছে বড়সড় ফাটল। চড়ছে পারদ। তবে ভারত মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এশিয়ান গেমসে অংশ নেওয়ার কথা থাকলেও চিনের ভিসা প্রত্যাখ্যানের জেরে এদেশের ৩ উশু প্লেয়ারদের ১৯ তম এশিয়ান গেমসে অংশ নেওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল। অনুরাগ বলেন,
"অলিম্পিক চার্টার অনুযায়ী, খেলোয়াড়দের ভিসা দেওয়া উচিত ছিল। চিনের ভিসা দেওয়া উচিত ছিল। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং থাকবে। ভারত মাথা নত করবে না।"