/anm-bengali/media/media_files/yGFO5dAPmbx4sw0MUcGZ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: টি-২০ বিশ্বকাপে সবচেয়ে উত্তেজনা প্রবণ ম্যাচ হতে চলেছে ভারত-পাকিস্তানের ম্যাচ। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা রয়েছে গোটা বিশ্বের। আর এবার সেই ম্যাচেই এল হুমকি বার্তা।
ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপ ম্যাচ নিয়ে এবার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস। যার জন্যে আইসিসির আশঙ্কা দূর করতে এগিয়ে এসেছে নাসাউ পুলিশ। তারা জানিয়েছে, ৯ জুন ওই হাইভোল্টেজ ম্যাচে স্টেডিয়ামের ভিতরেও নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে।
/anm-bengali/media/media_files/AD7TJjJG1amjxoOR5B6y.jpg)
ঠিক কি বলা হয়েছে হুমকি বার্তায়? নয়া খলিফার নেতৃত্বে ইসলামিক সাম্রাজ্য তৈরির চক্রান্তকারী এই সংগঠন বর্তমানে তাঁদের শাখা ছড়িয়ে রেখেছে ইউরোপ ও আমেরিকায়। লক্ষ্য একটাই, সুযোগ পেলেই নাশকতা ঘটানো। সেজন্য এবার সফট টার্গেট হিসেবে তারা টি-২০ বিশ্বকাপের ম্যাচকে বেছে নিয়েছে। আর এই জন্যেই যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যে নাসাউ পুলিশ সম্পূর্ণ ভাবে প্রস্তুত থাকছে।
/anm-bengali/media/media_files/HrnyFY6lcEYJJI1teRMg.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us