ভারত! ফের নিজের সিংহাসনে ফিরল রাজা

অজিদের হারিয়ে বিরল নজির গড়ল ভারত।

New Update
ল।ক্মন

নিজস্ব সংবাদদাতাঃ টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০ তিনটি ফর্ম্যাটেই শীর্ষস্থান দখল করল ভারতীয় ক্রিকেট দল। ভারত আগে থেকেই ক্রিকেটের দীর্ঘতম সংক্ষিপ্ততম ফর্ম্যাটের মগডালে আছে। শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে সহজ জয়ের পর পাকিস্তানকে সরিয়ে দিয়ে এক নম্বরে উঠে এল ভারতীয় ক্রিকেট দল।

ক্লকন

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির অনুযায়ী, ভারতের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৬। উঠে এসেছে এক নম্বরে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। বাবর আজমদের রেটিং পয়েন্ট ১১৫। তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া (রেটিং পয়েন্ট ১১১)।

ন,নব