New Update
/anm-bengali/media/media_files/g4Uvzfy05apZJTF6vvfy.jpg)
নিজস্ব সংবাদদাতা: ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজন নিয়ে বিতর্ক এখনই থামছে বলে অনেকে মনে করছেন না। এদিকে ভারতের পর আফগানিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশও পাকিস্তানের হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের কাছ থেকে হোস্টিং কেড়ে নেওয়া নিশ্চিত বলে ক্রিকেট মহলের একাংশ মনে করছেন। যদি এমনটা হয় তাহলে পিসিবি এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। পাকিস্তান না থাকলে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা কিছুটা হলেও কমতে পারে। সেক্ষেত্রে খেতাব জয়ের ব্যাপারে ভারতের সামনে জয়ের পথ আরও মসৃণ হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতীয় দল নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে পারে বলে অনেকের অনুমান। বলা ভালো ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের দেখে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us