১০ম দিনের সকাল হল ব্রোঞ্জ দিয়ে, ভারতের পদক সংখ্যা বেড়ে কত হল জানেন?

১০০-র লক্ষ্য পূরণ করতেই এবার ‘জি জান লড়াকে’ লড়তে নামছেন প্লেয়াররা।

New Update
Screenshot 2023-10-03 094242.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্য ১০০ ছোঁয়ার। এখন পদক সংখ্যা ৬০। অর্থাৎ লক্ষ্য থেকে দূরে মাত্র ৪০টি পদক। সেই লক্ষ্য কি পূরণ হবে? আর সেই লক্ষ্য পূরণ করতেই এবার ‘জি জান লড়াকে’ লড়তে নামছেন প্লেয়াররা।

আর সেই লড়াইয়ের শুরুটা হল ব্রোঞ্জ দিয়ে। হ্যাংঝু এশিয়ান গেমসে অর্জুন সিং এবং সুনীল সিং সালাম পুরুষদের ক্যানো ডাবল ১০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক এনেছে। তারা ক্যানোয়ি ডাবলসে সময় নিয়েছিল 3.53.329। আর তারপরই ব্রোঞ্জ জেতেন এই দুই অ্যাথলিট।

 

আজ এশিয়ান গেমসের দশম দিন। গতকাল অর্থাৎ নবম দিন পর্যন্ত ভারত চতুর্থ স্থানেই ছিল। এই মুহুর্তে ভারতের ঘরে রয়েছে ১৩টি সোনা, ২৪টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ। আজ অ্যাথলেটিক্সে একাধিক পদকের সম্ভাবনা রয়েছে ভারতের। নজর থাকবে ক্রিকেটেও।