চিন অতীত, আজ সুনীলদের বিপরীতে কারা?

পরবর্তী রাউন্ডে যেতে গেলে এই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ইগর স্টিমাচের কাছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dwo3ptv9guiqrkj1hfmc (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ চীন। কিন্তু তাঁদের কাছে হারই স্বীকার করতে হয়। ৫-১ গোলে হেরে যায় সুনীল ছেত্রীরা। আর আজ মুখোমুখি হতে চলেছে প্রতিবেশী বাংলাদেশ। পরবর্তী রাউন্ডে যেতে গেলে এই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ইগর স্টিমাচের ছেলেদের কাছে।

গত ম্যাচের হারের পর স্টিমাচ বলেছিলেন, ‘এই দল আমাদের তৃতীয় অথবা চতুর্থ সারির দল। আমি আমার সেরা দল নিয়ে চিনের সঙ্গে খেলতে চাই। তাহলে অন্যরকম ম্যাচ হবে। যদিও এখানে যারা এসেছেন তারাও হিরো’।

স্টিমাচের এই ব্যাখ্যার পর স্বাভাবিক ভাবেই আজকের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে গোটা দেশই। কেননা আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ উভয় দলের কাছে।