অপ্রতিরোধ্য গিল, ছক্কার বর্ষা!

সুপার ফোর রাউন্ডে নিজেদের প্রথম ২টি ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই চলতি এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে নিজেদের প্রথম ২টি ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করে ফেলেছে।

author-image
Aniruddha Chakraborty
15 Sep 2023 আপডেট করা হয়েছে 16 Sep 2023
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ৩৬তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৩৫.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা হাঁকিয়ে দলকে দেড়শো রানের গণ্ডি পার করান গিল। ওভারের শেষ বলে আরও একটি ছক্কা মারেন গিল। ওভারে ১৪ রান ওঠে। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৩ রান। গিল ৯৩ রানে ব্যাট করছেন। ৫ রানে ব্যাট করছেন জাদেজা।