রিজার্ভ ডে থেকে নেক্সট ডে, কতোটা সমস্যার সম্মুখীন টিম ইন্ডিয়া?

ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভডে-তে গড়ানোয় সমস্যা বেড়েছে ভারতীয় দলের।

New Update
ind pak

File Picture

নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তে। রবিবার ২৪.১ ওভার পর্যন্ত খেলা হয়েছে। তারপর আর খেলা শুরু করা যায়নি। আজ রিজার্ভ ডে তে খেলা শুরু হবে সেখান থেকেই।

আর এখানেই যত সমস্যা বাঁধছে। ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভডে-তে গড়ানোয় সমস্যা বেড়েছে ভারতীয় দলের। কারণ পরপর তিনদিন খেলতে হবে ভারতীয় দলকে। মঙ্গলবার ফের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে এশিয়া কাপে।

কারণ রবিবার ২৪ ওভার খেলা হয়েছে। সোমবার যদি পুরো খেলা হয় তাহলে আরও ৭৬ ওভার খেলতে হবে। আবার মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০০ ওভার খেলতে হবে ভারতকে। ফলে এই ভাবে কতোটা টানতে পারবে টিম ইন্ডিয়া, এখন সেটাই দেখার।