ওভালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ টাই করল ভারত

২-২ তে শেষ ‘অ্যান্ডারসন–টেন্ডুলকর’ টেস্ট সিরিজ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: দারুণ উত্তেজনায় ভরা পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে পরাজিত করল ভারত। লন্ডনের ওভাল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে জয় এনে ভারত সিরিজ ২-২ ব্যবধানে সমতায় শেষ করল।

এই সিরিজটি ‘অ্যান্ডারসন–টেন্ডুলকর’ সিরিজ নামে পরিচিত ছিল, যা দুই দেশের কিংবদন্তিদের নামাঙ্কিত। পাঁচ ম্যাচের দীর্ঘ লড়াই শেষে কোনো পক্ষই আধিপত্য ফলাতে না পারলেও শেষ টেস্টে ভারতের জয় ক্রিকেটপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।