ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় দিন, ময়দানে উড়ছে গিল-পন্থ ঝড়

রানের পাহাড় গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gt9m9exW0AASrKO

File Picture

নিজস্ব সংবাদদাতা: চলছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। আর প্রথম টেস্টেই ইংল্যান্ডকে কার্যত চাপে ফেলে দিয়েছে মেন ইন ব্লু। পরপর দু'দিনে রানের পাহাড় গড়ে ফেলেছে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি দল। 

আজ দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৬ বলে সেঞ্চুরি করলেন ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। এই মুহুর্তে ভারতের সংগ্রহ ৩ উইকেট খুইয়ে ৪১৯ রান। যার মধ্যে গিল ১৪৪ এবং পন্থ ১০৫ রান হাঁকিয়েছে।

2213shubmanyashawi