ICC বিশ্বকাপ: ভারত vs পাকিস্তান ম্যাচ কবে?

আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপের টিকিট কিনতে কি অপেক্ষা করছেন আপনিও? আপনার জন্যই তাহলে এই লেটেস্ট আপডেট। ভারত বনাম পাকিস্তান, ইডেন গার্ডেন্সের ম্যাচের টিকিট কবে কিনতে পারবেন সেটাও জেনে নিন। মিস করলে আপনার লস।

author-image
Anusmita Bhattacharya
New Update
iccmen

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৫ অগস্ট থেকে একদিনের বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে। তবে সব ম্যাচের টিকিট একসঙ্গে বিক্রি হচ্ছে না। আইসিসির তরফে জানানো হয়েছে, কয়েকটি দফায় বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি করবে সংস্থা। গ্রুপ পর্যায়ে ভারত যে ন'টি ম্যাচ খেলবে, সেই ম্যাচগুলির টিকিটও একসঙ্গে বিক্রি হচ্ছে না। গ্রুপ পর্যায়ের মধ্যে সবথেকে দেরিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু করা হবে। সবথেকে শেষে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি করা হবে।

কবে কোন ম্যাচের টিকিট বিক্রি হবে শুরু?

১) ২৫ অগস্ট: ভারত বাদে অন্যান্য সব দলের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। 

২) ৩০ অগস্ট: গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমে ভারতের প্রস্ততি ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। 

৩) ৩১ অগস্ট: চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। 

৪) ১ সেপ্টেম্বর: ধরমশালা, লখনউ এবং মুম্বইয়ে যে ম্যাচ খেলবে ভারত, সেই তিন ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। 

৫) ২ সেপ্টেম্বর: বেঙ্গালুরু ও কলকাতায় ভারত যে ম্যাচ খেলবে, তার টিকিট কিনতে পারবেন। 

৬) ৩ সেপ্টেম্বর: আমেদাবাদে ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। 

৭) ১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে।    

২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর আমেদাবাদে।