/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের (ইউএসএ ক্রিকেট) সদস্যপদ স্থগিত করা হয়েছে। আইসিসি বোর্ডের বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর হবে সঙ্গে সঙ্গেই।
আইসিসি জানায়, গত এক বছরে ব্যাপক পর্যালোচনা ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেটের বিরুদ্ধে সংস্থার সংবিধান অনুযায়ী একাধিক বাধ্যবাধকতা ভঙ্গের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থতা, মার্কিন অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (USOPC) স্বীকৃত জাতীয় ক্রীড়া সংস্থা হিসেবে অগ্রগতি না হওয়া, এবং এমন কিছু কর্মকাণ্ড যা যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অঙ্গনে ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করেছে।
International Cricket Council (ICC) says, "ICC, after a thorough review of affairs and extensive engagement with key stakeholders over the past year, today confirmed the suspension of ICC membership status of USA Cricket, with immediate effect."
— ANI (@ANI) September 23, 2025
"The decision, taken by the ICC…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us