ICC : বিপত্তি এড়াতে বড় ঘোষণা আইসিসির

আগে হেলমেট (helmet) ছাড়াই খেলতেন ক্রিকেটাররা। এখনও মাঝেমধ্যে কেউ কেউ হেলমেট রাখেন না মাথায়। এ ব্যাপারে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।

author-image
Pritam Santra
New Update
icc

নিজস্ব সংবাদদাতাঃ আগে হেলমেট (helmet) ছাড়াই খেলতেন ক্রিকেটাররা। এখনও মাঝেমধ্যে কেউ কেউ হেলমেট রাখেন না মাথায়। এ ব্যাপারে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আইসিসির পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, "ব্যাটসম্যানরা যখন ফাস্ট বোলারদের মুখোমুখি হয়, যখন উইকেটরক্ষকরা স্টাম্পের কাছে দাঁড়ায় এবং ফিল্ডাররা যখন উইকেটের সামনে ব্যাটসম্যানের কাছাকাছি থাকে তখন হেলমেট মাথায় রাখা আবশ্যক।"