WTC : কয়েক কোটি টাকা পাচ্ছে ভারত, ঘোষণা আইসিসির

আইসিসি (ICC) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২১-২৩-এর ফাইনাল ম্যাচ আসন্ন। আগামী মাস থেকে ইংল্যান্ডের (England) ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ভারত (India) এবং অস্ট্রেলিয়া (Australia) একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবে।

author-image
Pritam Santra
New Update
WTC

নিজস্ব সংবাদদাতাঃ আইসিসি (ICC) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২১-২৩-এর ফাইনাল ম্যাচ আসন্ন। আগামী মাস থেকে ইংল্যান্ডের (England) ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ভারত (India) এবং অস্ট্রেলিয়া (Australia) একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবে। শুক্রবার ম্যাচের আগে চ্যাম্পিয়নশিপের পুরস্কারের পরিমাণ ঘোষণা করেছে আইসিসি। আইসিসির ঘোষণা অনুযায়ী, বিজয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৩ কোটি টাকা) এবং রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার (প্রায় সাড়ে ৬ কোটি টাকা)। ২০২১-২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কারমূল্য ৩.৮ মিলিয়ন ডলার (প্রায় ৩১.৪ কোটি টাকা), যা ৯ টি দলের মধ্যে ভাগ করা হবে।