Rinku Singh : রিঙ্কু সিংয়ের সাফল্যের পিছনে কে? শুরু হিন্দু-মুসলিম ভেদাভেদ

গুজরাট টাইটান্সের বিপক্ষে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ইনিংস লেখা থাকবে ইতিহাসের পাতায়। তার ব্যাটিং নিয়ে আলোচনার মাঝে শুরু হয়েছে হিন্দু বনাম মুসলিম তরজা। সামাজিক মাধ্যমে মানুষ নানা ধরণের মন্তব্য করছেন।

author-image
Pritam Santra
New Update
Rinku Singh

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাট টাইটান্সের বিপক্ষে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ইনিংস লেখা থাকবে ইতিহাসের পাতায়। তার ব্যাটিং নিয়ে আলোচনার মাঝে শুরু হয়েছে হিন্দু বনাম মুসলিম তরজা। সামাজিক মাধ্যমে মানুষ নানা ধরণের মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, রিঙ্কু সিংয়ের কাছে যখন ব্যাট কেনার টাকা ছিল না তখন মহম্মদ জিশান তাকে ক্রিকেট কিট দিয়েছিলেন। মাসুদ আমিন বিনামূল্যে কোচিং করেছিলেন এবং তারপর শাহরুখ খান আইপিএলে (IPL) সুযোগ দিয়েছিলেন। আলিগড় ক্রিকেট অ্যাকাডেমির কোচ অজয় শর্মার মতে, "রিঙ্কু সিংয়ের বিস্ফোরক ইনিংসের পর হিন্দু-মুসলিম বিতর্ক অর্থহীন। একজন ক্রীড়াবিদ কোনও জাতি বা ধর্মের অন্তর্গত নন। কেউ বলছেন মুসলিমরা রিঙ্কু সিংকে সাহায্য করেছে, আবার কেউ বলছেন হিন্দুরা। সত্যিটা হল যে অনেক লোক একজন খেলোয়াড়কে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। আমি মনে করি এ ধরণের আলোচনা হওয়া উচিৎ নয়।"