'সাদা বলের ক্রিকেটে চাহাল ভারতের সেরা স্পিনার', মত হরভজনের

যুজবেন্দ্র চাহালকে নিয়ে হতাশা প্রকাশ করলেন হরভজন সিং।

New Update
jkljmn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ এশিয়া কাপ স্কোয়াড থেকে যুজবেন্দ্র চাহালকে বাদ দেওয়া নিয়ে নিজের মতামত জানিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। ভারতীয় টিম ম্যানেজমেন্ট কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে অগ্রাধিকার দেওয়ায় এই অভিজ্ঞ লেগ স্পিনার টুর্নামেন্টে জায়গা করে নিতে পারেননি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার গত দুই বছর ধরে কখনও দলের ভেতরে আবার কখনও দলের বাইরে আছেন। তিনি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন, তবে সেমিফাইনালে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ডাউন আন্ডারে একটি ম্যাচও খেলেননি। হরভজন মনে করেন, সাদা বলের ক্রিকেটে চাহাল ভারতের সেরা স্পিনার।

হরভজন বলেন, "দলে একটা জিনিসের অভাব রয়েছে, তা হল যুজবেন্দ্র চাহালের অনুপস্থিতি। একজন লেগ স্পিনার ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। যদি সত্যিকারের স্পিনারের কথা বলা হয় তাহলে আমার মনে হয় না সাদা বলের ক্রিকেটে চাহালের চেয়ে ভালো কোনও স্পিনার ভারতে আছে। তার শেষ কয়েকটি ম্যাচ ভালো ছিল না, তবে এটি তাকে খারাপ বোলার করে তোলে না।"