New Update
/anm-bengali/media/media_files/2025/06/03/NA2YQP5S5KjIK9SGaPYJ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আইপিএল ফাইনালে আরসিবির শক্তিশালী শুরু, ১০ ওভারে পাঞ্জাবের ৮১ রান ৩ উইকেটে। আইপিএল ২০২৫ ফাইনালে আরসিবি দেখাচ্ছে আক্রমণাত্মক মেজাজ। আরসিবি-এর ধামাকাদার বোলিংয়ে ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ৮১ রান, সঙ্গে হারিয়েছে ৩ টি মূল্যবান উইকেট। এই মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে শ্রেয়াস আইয়ারের আউট।
/anm-bengali/media/media_files/2025/06/03/zyskkcIcMTvDJOxnfDDm.jpeg)
রোমারিও শেফার্ডের বোলিংয়ে দুর্দান্ত এক ক্যাচ ধরে তাকে প্যাভিলিয়নের পথ দেখান জিতেশ শর্মা। খেলার গতি এখনো দুই দলের হাতেই, তবে ব্যাট ও বল হাতে আরসিবির আগ্রাসী ভূমিকা ফাইনালের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এখন দেখার, শেষের ওভারগুলোতে পাঞ্জাব কতদূর যেতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us