অর্ধ অধ্যায় শেষ, উত্তেজনাময় রজনীতে এখন শেষ সুর কার? কি এখন ম্যাচের আপডেট?

 কি এখন ম্যাচের আপডেট?

author-image
Aniket
New Update
d

File Picture



নিজস্ব সংবাদদাতা: আইপিএল ফাইনালে আরসিবির শক্তিশালী শুরু, ১০ ওভারে পাঞ্জাবের ৮১ রান ৩ উইকেটে। আইপিএল ২০২৫ ফাইনালে আরসিবি দেখাচ্ছে আক্রমণাত্মক মেজাজ। আরসিবি-এর ধামাকাদার বোলিংয়ে ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ৮১ রান, সঙ্গে হারিয়েছে ৩ টি মূল্যবান উইকেট। এই মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে শ্রেয়াস আইয়ারের আউট।

File

রোমারিও শেফার্ডের বোলিংয়ে দুর্দান্ত এক ক্যাচ ধরে তাকে প্যাভিলিয়নের পথ দেখান জিতেশ শর্মা। খেলার গতি এখনো দুই দলের হাতেই, তবে ব্যাট ও বল হাতে আরসিবির আগ্রাসী ভূমিকা ফাইনালের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এখন দেখার, শেষের ওভারগুলোতে পাঞ্জাব কতদূর যেতে পারে।