GT vs CSK Qualifier 1: জোর ধাক্কা গুজরাট শিবিরে

চিপকে আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারের লড়াইয়ে গুজরাটের বিরুদ্ধে সম্মুখ সমরে ধোনিরা।

author-image
Aniruddha Chakraborty
23 May 2023
GT vs CSK Qualifier 1:  জোর ধাক্কা গুজরাট শিবিরে

নিজস্ব সংবাদদাতাঃ জোর ধাক্কা গুজরাট শিবিরে। ১৩.১ ওভারে দীপক চাহারের বলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৩৮ বলে ৪২ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ৮৮ রানে ৫ উইকেট হারায় টাইটানস। ব্যাট করতে নামেন রাহুল তেওয়াটিয়া। ১৪ ওভার শেষে গুজরাটের স্কোর ৫ উইকেটে ৯৫ রান। চাহার ৪ ওভারে ২৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।