New Update
/anm-bengali/media/media_files/sZJUxwWemtjPdmtSuzGR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সন্ধ্যায় প্রবল ঝড়, বৃষ্টি (Thunderstorm) হয়েছে কলকাতায় (Kolkata)। গুজরাটেও (Gujarat) বৃষ্টি হয়েছে। যার ফলে নির্ধারিত সময়ে হয়তো শুরু করা যাবে না গুজরাট টাইটান্স (GT) বনাম মুম্বই ইন্ডিয়ানসের (MI) মধ্যেকার গুরুত্বপূর্ণ ম্যাচ (IPL 2023)। জলে ভরে রয়েছে মাঠ। সব পিচ ঢেকে রাখা হয়েছে। কিন্তু জল পুরোপুরো না সরানো হলে বা মাঠ শুকনো না হওয়া পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হবে না। এখনও পর্যন্ত যা খবর, তাতে খেলা শুরু হতে দেরি হতে পারে। ফের বৃষ্টি নামলে আজ হয়তো আর ম্যাচ শুরু করা যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us