/anm-bengali/media/media_files/2gh4N66gpUySQolRpHjm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অনায়াসে ২০০ রানের মাইল ফলক স্পর্শ করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ডু অর ডাই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (SRH vs MI) জিতে পুরো পয়েন্ট পেল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ২০০ রান করেছিল নিজামের শহরের দল। জবাবে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। ১২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
𝗠𝗔𝗜𝗗𝗘𝗡 𝗜𝗣𝗟 𝗖𝗘𝗡𝗧𝗨𝗥𝗬 𝗳𝗼𝗿 𝗖𝗮𝗺𝗲𝗿𝗼𝗻 𝗚𝗿𝗲𝗲𝗻!
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
A sensational HUNDRED that in the chase 🔥🔥#TATAIPL | #MIvSRH pic.twitter.com/exw1FXun7a