New Update
/anm-bengali/media/media_files/2025/07/02/screenshot-2025-07-02-pm-2025-07-02-22-58-02.png)
নিজস্ব সংবাদদাতা: এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দাপট দেখাল ভারত। শুবমান গিলের অনবদ্য ২৬৯ রানের ইনিংস ও রবীন্দ্র জাডেজার কার্যকরী ৮৯ রানের সাহায্যে ভারত ৫৮৭ রানে অলআউট হয়েছে। মোট ১৫১ ওভার ব্যাট করে এই বিশাল স্কোর দাঁড় করায় ভারতীয় দল।
দিনের হিরো নিঃসন্দেহে শুবমান গিল। আত্মবিশ্বাসে ভরপুর ইনিংসে তিনি ২৬৯ রান করেন, যা তাঁর টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই ইনিংসে ছিল ধৈর্য, টেম্পারামেন্ট এবং নিখুঁত টেকনিকের নিদর্শন।
#INDvENG | India 587 all out in 151 overs (Shubman Gill 269, Ravindra Jadeja 89) in the second test match against England at the Edgbaston Stadium, in Birmingham.
— ANI (@ANI) July 3, 2025