New Update
/anm-bengali/media/media_files/Mx13jty22YpCm2MKrVIS.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ফুটবলের জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিগত দুই বছর ধরে তিনি সৌদি আরবের আল নাসের দলের হয়ে খেলছেন। তবে সৌদি আরবের এই সফরকে তিনি এখানেই শেষ করতে চান। কেননা কানাঘুষো শোনা যাচ্ছে যে, রোনাল্ডো ফের একবার ইউরোপের ফুটবলে ফিরে আসছেন।
/anm-bengali/media/post_attachments/7a74273743768d939d1b27cd60632158ca0580d9de36ffec33a21a54521f0c00.jpg)
জানা গিয়েছে যে, চলতি মরশুমে তিনি তার সতীর্থ কোচ জাভি অলন্সোর দল বায়ার্ন মিউনিখের হয়ে খেলবেন। তার প্রতিপক্ষ থাকবে বুরুসিয়া ডর্টমুন্ড। জার্মানির এই দলটি টানা ৪৩ টি ম্যাচে অপরাজিত থেকেছে।
এক্ষেত্রে প্রসঙ্গত যে, ২০২২ সালে সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। এই ক্লাবের হয় তিনি মোট ৪৬ টি ম্যাচ খেলেছেন। তবে অবশেষে ৩৯ বছর বয়সে এসে ফের একবার দল পরিবর্তন করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
/anm-bengali/media/post_attachments/b543875c3ed3fd2652b854242db17c7253676b2b28ba53bee5af01650ff1baac.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us