New Update
/anm-bengali/media/media_files/a9jKIgPKSNYrmZ4okDR1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি বিশ্ব ফুটবলের (Football) একাধিক ক্লাবে হয়েছে মালিকানা হস্তান্তর। আগামী দিনেও হয়তো একাধিক হস্তান্তরের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব ফুটবলমহল। ফুটবল শুধু টাকার খেলা নয়, জড়িয়ে রয়েছে অগুনতি সাধারণ মানুষের আবেগ। ম্যানচেস্টার সিটি (Manchester City) বনাম বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ম্যাচে দেখা গেল অন্য ছবি। ম্যাচে উপস্থিত দর্শকরা পোস্টার, ব্যানারের মাধ্যমে বোঝালেন, "গ্লেজার, শেখ মনসুর, সব স্বৈরাচারীরা বিদায় হও! ফুটবল মানুষের।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us