New Update
/anm-bengali/media/media_files/kam7COfb869Npmw8f39K.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রথম এশীয় হিসেবে আন্তর্জাতিক টেনিসের ‘হল অফ ফেম’-এ জায়গা করে নিলেন ২ ভারতীয়। একজন লিয়েন্ডার পেজ এবং অন্যজন বিজয় অমৃতরাজ। রবিবার তাঁদের এই অনন্য সম্মানে ভূষিত করা হয়।
/anm-bengali/media/media_files/X1Jk4BPzkDFunGJlcZ9M.jpg)
লিয়েন্ডার পেজকে প্লেয়ার ক্যাটেগরিতে রাখা হয়। আর বিজয় অমৃতরাজকে রাখা হয় কন্ট্রিবিউটর ক্যাটেগরিতে। আন্তর্জাতিক টেনিস ‘হল অফ ফেম’-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২৮টি দেশের ২৬৭ জন লেজেন্ডকে এই সম্মান দেওয়া হয় এদিন।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us