/anm-bengali/media/media_files/HrnyFY6lcEYJJI1teRMg.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপের আর হাতে গোনা কয়েকদিন। তারপরই শুরু হচ্ছে টি-২০ ওয়ার্ল্ড কাপ। ফের ক্রিকেট ফিভারে মত্ত হয়ে উঠবে গোটা বিশ্ব। আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৪ টি-২০ ওয়ার্ল্ড কাপ। আর তার আগে নিজেদের জার্সি প্রকাশ্যে আনল নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা।
/anm-bengali/media/media_files/uAji9ltV2lJuFgJrmfh1.jpg)
সোমবার নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল পেজে নতুন জার্সির ছবি প্রকাশ্যে এনেছে কিউইরা। এবারে একেবারে পরিচিত কালো রঙ পালটে নীলে ধরা দেবে তারা। যা জানা যাচ্ছে, ১৯৯০ সালের জার্সিকেই নিউ মডিফায় করে এবছর ফিরিয়ে আনল নিউজিল্যান্ড।
The team's kit for the 2024 @T20WorldCup 🏏
— BLACKCAPS (@BLACKCAPS) April 29, 2024
Available at the NZC store from tomorrow. #T20WorldCuppic.twitter.com/T4Okjs2JIx
অন্যদিকে, গতকাল অর্থাৎ রবিবার নিজেদের জার্সি প্রকাশ্যে এনেছে সাউথ আফ্রিকা। তাঁদের জার্সিতে চিরাচরিত প্রথায় তাঁদের জাতীয় পতাকার রঙ ধরা পড়েছে। একই সাথে রয়েছে সাউথ আফ্রিকার জাতীয় ফুল, কিং প্রোটিয়ার প্রতিচ্ছবি।
/anm-bengali/media/media_files/YK7nZDptlNklrCts7kmE.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us