IND vs PAK: লড়াই পরে, ভারতেরও মন জিতলেন পাকিস্তানি খেলোয়াড়!

খেলা দিয়ে মন জয় করতে সব খেলোয়াড়ই পারে কিন্তু মনুষ্যত্ব বা মানবিকতা সেটা কতজনেরই থাকে? সেটাই করে দেখালেন পাকিস্তানের এই তারকা খেলোয়াড়। দারুন ছবি হল ভাইরাল।

author-image
Anusmita Bhattacharya
New Update
fakhar

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে। তবে মাঠকর্মীদের কাজে হাত লাগিয়ে ভারতেরও মন জিতে নিলেন পাকিস্তানের ফখর জামান। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে পাক তারকাকে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কভার টেনে নিয়ে মাঠ ঢেকে দিতে যেতে দেখা যায় আর প্রেমাদাসায়। স্বাভাবিকভাবেই ফখরের আচরণ মুগ্ধ করল ক্রিকেটপ্রেমীদের। সেই ছবি হল ভাইরাল।