New Update
/anm-bengali/media/media_files/U2bt9XzavLJYOFwwiYZe.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৯ অক্টোবর, লখনউতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ শুরু হয়েছে। টস জিতল ইংল্যান্ড। আর ব্রিটিশ অধিনায়ক ভারতকে রান তাড়া করার কোনও সুযোগ না দিয়ে প্রথমে বোলিং নিয়েছে। ভারত চলতি বিশ্বকাপের পাঁচ ম্যাচেই রান তাড়া করে জিতেছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধেই তারা প্রথম ব্যাট করতে নামছেন।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নেমেছেন। ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা এবং শুভমন গিল। ইংল্যান্ডের হয়ে প্রথম ওভার বল করছেন ডেভিড উইলি।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us