New Update
/anm-bengali/media/media_files/v62uafC8Qy80keRqIWdd.png)
নিজস্ব প্রতিনিধিঃ বড় ধরনের ধাক্কা খেয়েছে ইংল্যান্ড ক্রিকেট (England Cricket)। ২০ বছর বয়সী ক্রিকেটার ক্রিস্টোফার ট্রাম্প (Christopher Tromp) গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। স্কেলমারসডেলের (Skelmersdale) কোবস ব্রো লেনে ট্রাম্পের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তরুণ এই ক্রিকেটার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ক্রিস্টোফার স্কেলমার্সডেল ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন এবং ক্লাবের জুনিয়র দলের অংশ ছিলেন। ক্লাবের পক্ষ থেকে ক্রিকেটারের পরিবারকে আনুষ্ঠানিকভাবে এই তরুণের মৃত্যুর খবর জানানো হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us