New Update
/anm-bengali/media/media_files/8GTnO3jD04aFSDIXDWaV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ছেলেদের ফুটবলে ইস্টবেঙ্গল দারুণ কিছু করতে না পারলেও মাঝেমধ্যেই চমক দিচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা দল। শুরু হয়ে গিয়েছে আইএফএ শিল্ড। শিল্ড জয়ের অন্যতম দাবিদার ইস্টবেঙ্গল। বুধবার রাজ্য পুলিশের দলের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। বিরতির আগে পর্যন্ত দুই পক্ষের কেউই কোনও গোল করতে পারেনি। বিরতির পর ইস্টবেঙ্গল করে একের পর এক গোল। ৩-০ গোলে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড।
FT| #IFAWomensShield final, here we come! ❤️💛 🥳
— East Bengal FC (@eastbengal_fc) May 31, 2023
একেই বলে #BangalPower! 💪#JoyEastBengal#MoshalPower#ShePower#IndianFootballpic.twitter.com/DkGYHs0ATu
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us