New Update
/anm-bengali/media/media_files/wBV3v4CzkM000MFvMU5o.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইস্টবেঙ্গলের (East Bengal) আগামী মরসুমের কোচ কে হবেন সে ব্যাপারে জল্পনার শেষ নেই। সের্জিও লোবেরাকে (Sergio Lobera) নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম সফল এই কোচের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে ইস্টবেঙ্গলের। মৌখিক আলোচনার পর এবার শুধু সই হওয়াটাই বাকি বলে মনে করছে ওয়াকিবহালমহলের একাংশ। যদিও নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us