/anm-bengali/media/media_files/2025/08/01/mohun-bagaan-2025-08-01-01-02-55.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ডুরান্ড কাপ ২০২৫-এর প্রথম ম্যাচেই কলকাতা মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ৩-১ গোলে হারিয়ে দুরন্ত সূচনা করল মোহনবাগান সুপার জায়ান্টস। মরসুমের প্রথম ম্যাচে ১০ জনে খেলেও জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড। জয়ের নায়ক লিস্টন কোলাসো, যিনি একটি ফ্রি-কিক গোল ও একটি পেনাল্টি থেকে গোল করে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
প্রথমার্ধে মোহনবাগান এগিয়ে গেলেও, লাল কার্ডের পর মাঠে তৈরি হয় উত্তেজনা। ১০ জনের দল হয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন ম্যাচ ঘুরে যেতে পারে মহমেডানের দিকে। কিন্তু দ্বিতীয়ার্ধে সুহেল ভাটের গোলে ফের ম্যাচে ফিরে আসে মোহনবাগান। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে লিস্টনের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে সবুজ-মেরুন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/FMJmWMMXav8utgXORma3.jpg)
এই জয়ের ফলে গোল পার্থক্যে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান। দলকে নিয়ে নতুন আশার সঞ্চার করল এই জয়, আর প্রমাণ করে দিল— ডুরান্ডে ট্রফির দৌড়ে তারা অন্যতম দাবিদার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us