New Update
/anm-bengali/media/media_files/4hLC2y5MI9tuq9MibMJc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরু এফসির (Bengaluru) প্রাক্তন তারকা দিমাস দেলগাদো (Dimas Delgado) ইস্ট বেঙ্গলে কার্লেস কুয়াদ্রাটের সহকারী কোচ হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। বেঙ্গালুরু এফসিতে খেলার সময় ডেলগাদো কার্লেস কুয়াড্রাটের মিডফিল্ডে নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন। এখন এই স্প্যানিয়ার্ড লাল হলুদ ক্লাব থেকে শুরু করতে পারেন নতুন পথ চলা। ডিমাস দেলগাদো ভারতীয় ফুটবলে একজন সুপরিচিত ব্যক্তিত্ব, প্রধানত কার্লেস কুয়াড্রাটের অধীনে বেঙ্গালুরু এফসিতে খেলার জন্য অনেকে মনে রেখেছেন তাকে। ২০১৭ সালে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে অস্ট্রেলিয়ায় দুই বছর খেলার পর ভারতে আসেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us